স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে সব তথ্য জানানো সম্ভব নয়। তিনি বলেন, আমাদের এখানে কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে। বিশেষ যাদের জন্য প্রয়োজন, তাদের নিরাপত্তায় যা দেওয়ার দরকার—আমরা প্রস্তুত আছি।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তালিকাটি এখনো পরিবর্তনশীল। চূড়ান্ত সংখ্যা পরে জানানো হবে।
বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সংখ্যার প্রশ্ন নেই। যতটা প্রয়োজন হবে, ততটাই কিনবো।”
আর প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের হাতে কী কী হাতিয়ার আছে সব বলা সম্ভব নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে সরকার কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। ফোনে আড়িপাতা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে সংস্থা অথরাইজড তারা (ফোনে) আড়ি পাতবে। যারা অথরাইজড না—তারা আড়ি পাতবে না।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তিনি পড়েননি জানিয়ে বলেন, পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন।