জাতীয়

সচিবালয়ের নতুন কেবিনেট ভবনে আগুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
সচিবালয়ের নতুন কেবিনেট ভবনে আগুন
ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভবনটির ১০ম তলায় ধোঁয়া দেখা গেলে কর্মচারীরা দ্রুত নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভবনের ভেতরে কর্মরত কয়েকজন জানান, হঠাৎ ধোঁয়া বের হতে দেখেই তারা নিচে নেমে আসেন। দ্রুত সবাইকে সরিয়ে নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিস্তারিত আসছে…