জাতীয়

রাষ্ট্রপতি চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে রাষ্ট্রপতি লেখেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল। এর ঠিক এক মিনিট আগে, ৭টা ২৯ মিনিটে ওই ভেরিফায়েড আইডি থেকে হ্যাশট্যাগসহ একটি রহস্যজনক পোস্ট দেওয়া হয়, যেখানে লেখা ছিল—“#Resignation”।

 পরবর্তী পোস্টে রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয় যে অ্যাকাউন্টটি হ্যাকড। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

তাঁর পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা, সমালোচনা ও দাবি থাকলেও—এ বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা পদক্ষেপের ঘোষণা এখনো আসেনি।

রাষ্ট্রপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি খতিয়ে দেখছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।