জাতীয়

জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জয়ের পাশাপাশি একই মামলার অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ফরমাল চার্জ উপস্থাপন করেন। তিনি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পলককে হাজিরের আবেদন করেন, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে।

আনুষ্ঠানিক অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট সেবা বন্ধ, উসকানিমূলক কার্যক্রমসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর আগে গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।