জাতীয়

আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করলো জুলাই ঐক্য

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ২০ মে, ২০২৫
আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করলো জুলাই ঐক্য
জুলাই ঐক্য দাবি করেছে, সচিবালয় ও প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন অনেক আমলা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ৪৪ জন সচিব, ৫১ জন প্রশাসনিক কর্মকর্তা এবং ৯৫ জন ম্যাজিস্ট্রেটের নামসহ তালিকা প্রকাশ করে।
তারা অভিযোগ করেন, সাবেক সরকার পতনের পরেও প্রশাসনের অনেক কর্মকর্তারা বহাল তবিয়তে আছেন, যারা আগের সরকারের নির্দেশে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জুলাই ঐক্য জানায়, এই তালিকা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করা হবে এবং যথাযথ ব্যবস্থা না নিলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে।
তাদের দাবি অনুযায়ী, ৩১ মে’র মধ্যে উল্লিখিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, তদন্ত কমিটি গঠন, ব্যাংক হিসাব জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা, সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ এবং ১৩২ ধারা বাতিল করতে হবে।
তালিকায় উল্লেখ আছে পানি সচিব নাজমুল হাসান, পরিবেশ সচিব ফারহানা আহমেদ, কৃষি সচিব এমদাদ উল্লাহ, সংস্কৃতি সচিব মফিউর রহমান মুজিবসহ আরও অনেকে, যারা কথিতভাবে অতীত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং বিশেষ সুবিধা নিয়েছেন।
জুলাই ঐক্যের হুঁশিয়ারি— দাবি না মানলে ৩১ মে’র পর ‘লং মার্চ টু সচিবালয়’সহ বড় ধরনের আন্দোলন আসবে।