জাতীয়

রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান সেনাপ্রধানের
সেনাবাহিনীর অভ্যন্তরীণ বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দেশের চলমান অরাজক পরিস্থিতি মোকাবেলায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।
ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত নিচ্ছে, যার কোনো গ্রহণযোগ্যতা নেই। বিশেষ করে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা সরকার গ্রহণ করতে পারে না। সেনাপ্রধানের ভাষায়, “দেয়ার উইল বি নো করিডর”।
তিনি বলেন: দেশে একের পর এক শিল্পকারখানা, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকারের কোনো পদক্ষেপ নেই। সেনাবাহিনী কোনো অগণতান্ত্রিক বা দেশবিরোধী কার্যক্রমে অংশ নেবে না, কাউকে করতে দেবে না। জাতিসংঘের সঙ্গে যোগাযোগে বাধা দিচ্ছে সরকার, যা উদ্বেগজনক।দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে, শুধু সেনাবাহিনী এখনো টিকে আছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমি নয় মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন রয়েছি। চাতক পাখির মতো একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি।” ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং সেনাবাহিনী সেখানে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকায় থাকবে— এমন বার্তা দেন তিনি।
সেনাবাহিনীপ্রধান এও বলেন, দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী রাস্তায় মোতায়েন থাকায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বক্তব্যের শেষে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান— দায়িত্ব, আনুগত্য ও দেশপ্রেম নিয়ে কাজ করতে। মজলুমদের পাশে দাঁড়াতে এবং কেউ যাতে সেনাবাহিনীকে বিভ্রান্ত বা বিভক্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।