বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই। আজ বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট একটি রিট খারিজ করে দেওয়ায় এই পথ উন্মুক্ত হয়েছে।
হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর মাধ্যমে ইশরাকের মেয়র হিসেবে শপথে আইনগতভাবে কোনো প্রতিবন্ধকতা রইল না।
এই রায়ের পরপরই ইশরাক সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ডিএসসিসির দুই উপদেষ্টা— আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
গত ৮ দিন ধরে ইশরাকের সমর্থকরা রাজধানীর হেয়ার রোডে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বুধবার রাতেও তারা অবস্থান চালিয়ে যান। আজ ভোর থেকেই সমর্থকদের উপস্থিতি আরও বাড়তে থাকে। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয়।
কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়, বাড়ানো হয় নিরাপত্তা। এ সময় দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকেন কর্মীরা।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল থেকে সেখানে মোতায়েন করা হয়: এপিবিএন, র্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল।
এই দৃঢ় অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়ে ইশরাকের সমর্থকরা রাজপথে অনড়। এখন নজর থাকবে— তারা উপদেষ্টাদের পদত্যাগ আদায় করতে পারেন কি না এবং কবে নাগাদ ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নেন।