উন্নত জীবনযাত্রা, মানসম্মত শিক্ষাব্যবস্থা, আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা সহ, বিভিন্ন কারণে ইউরোপের দেশগুলোতে বসবাসে আগ্রহী সারা বিশ্বের মানুষ।
সুখবর হলো, বর্তমানে ইউরোপের বহু দেশে, অত্যন্ত সহজে নাগরিকত্ব পাওয়া সম্ভব। এর মধ্যে অন্যতম হলো, বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।
দেশটির নাগরিকেরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে, স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। চাকরি, ব্যবসা সহ কর্মসংস্থানের সুযোগ পাবেন সমানভাবে।
পাশাপাশি সেসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম খরচে পড়াশোনা করা যাবে। শুধু তা-ই নয়, পর্তুগালের নাগরিক হলে, কম টাকায় উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে।
পর্তুগিজ পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৮৯টি দেশে ভিসা ছাড়া-ই ভ্রমণ করা যায়। এমনকি, অবসর গ্রহণের পর পাওয়া যাবে, সরকার প্রদত্ত ভাতাও। এক কথায়, সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য যেকোনো সুবিধা ভোগ করা সম্ভব।
পর্তুগালের নাগরিকত্ব পেতে হলে প্রয়োজন শুধু ২টি জিনিস। মোটামুটিভাবে পর্তুগিজ ভাষা রপ্ত করতে পারলে, এবং কমপক্ষে ৫ বছর দেশটিতে বসবাস করলেই পর্তুগিজ হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে।
মজার ব্যাপার হলো, টানা ৫ বছর পর্তুগালে বসবাসের অনুমতি পেলে, সেখানে না থেকেও দেশটির নাগরিক হওয়া যায়। এজন্য রয়েছে গোল্ডেন ভিসার ব্যবস্থা।
পর্তুগালের মতো সুইডেনের নাগরিক হতে হলেও, অনুসরণ করতে হবে একই পথ। বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর এটি ekti..
তা সত্ত্বেও, মাত্র ৫ বছর সেখানে বসবাস করলেই সুইডিশ নাগরিকত্ব পাওয়া যায়। পোহাতে হয়না ভাষা শেখার ঝামেলাও।
উন্নত শিক্ষাব্যবস্থা, মানসম্মত কর্মসংস্থান, স্বাস্থ্যকর পরিবেশ সহ, সবই আছে সুইডেনে! দেশটিতে পড়াশোনার খরচ একদমই নগন্য।
২০ বছরের কম বয়সী নাগরিকদের জন্য রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। বেকার ভাতা, বৃদ্ধ বয়সে অবসর ভাতা সহ, প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা উপভোগ করেন সুইডিশ নাগরিকেরা।
ইউরোপের আরেকটি দেশ বেলজিয়ামেও খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায়। জার্মান, ডাচ অথবা ফরাসি ভাষা জানা থাকলে, এবং ৫ বছর বেলজিয়ামে বসবাস করলেই দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি মিলবে।
সারা বিশ্বের উদ্যোক্তাদের কাছে এক স্বর্গভূমি বেলজিয়াম। দেশটির সরকার উদ্যোক্তাদের উৎসাহ দিতে, মোটা অংকের প্রণোদনা দিয়ে থাকে।
তাই নতুন ব্যবসা শুরু করতে চাইলে কিংবা, প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থাপনের জন্য আদর্শ দেশ এটি।
বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, ইউরোপীয় ইউনিয়নের সকল দেশে চাকরি ও পড়াশোনা সুযোগ।
কম খরচে উচ্চশিক্ষা গ্রহণ, এবং মোটা বেতনের চাকরি পাওয়া যায় সেসব দেশে। বেলজিয়ান পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৮৭ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়।
ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ, ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়াও খুব বেশি কঠিন নয়। কমপক্ষে পাঁচ বছর বসবাস করলেই ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।
এরপর একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি হতে পারবেন ব্রিটিশ নাগরিক। তবে, আবেদন করতে খরচ করতে হবে ১৩৩০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা!
বর্তমানে বিশ্বের বহু ধনকুবেরের রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব। ইংল্যান্ডের রাজধানী লন্ডন সহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সম্পত্তি কিনে রেখেছেন তাঁরা।
অনেকে হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। সারা বিশ্বে পর্যটনের জন্য বিখ্যাত শহর লন্ডনে, এই প্রতিষ্ঠানগুলো বেশ মোটা অংকের অর্থ আয় করে থাকে।