পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার (১৬ মে) ইসলামাবাদে 'অপারেশন বুনইয়ান উম মারসুস'-এর সাফল্য উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, "আমরা যুদ্ধ জিতেছি, তবে শান্তি চাই। আমরা শত্রুকে শিক্ষা দিয়েছি, কিন্তু আগ্রাসনকে কখনোই সমর্থন করি না।"
এই বক্তব্যে তিনি স্পষ্ট করে দেন যে, পাকিস্তান যুদ্ধ করতে বাধ্য হলেও দেশের লক্ষ্য শান্তিপূর্ণ সহাবস্থান। তিনি জানান, ৯ ও ১০ মে রাতে ভারতের কথিত আগ্রাসনের জবাবে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে পাল্টা জবাবের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত আড়াইটার দিকে সেনাপ্রধান আমাকে বলেন, অনুমতি দিন এমন আঘাত করি, যা তারা আজীবন মনে রাখবে— বলেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে পাকিস্তানের পাল্টা জবাবের পর যুদ্ধবিরতির প্রস্তাব আসে এবং তা গ্রহণ করার পেছনে ‘সঠিক সময়েই কৌশলী সিদ্ধান্ত’ নেওয়ার কথা জানান তিনি।
শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তান বিমানবাহিনীর প্রযুক্তি ও সফলতা শুধু শত্রুদের নয়, মিত্রদের মাঝেও আস্থা বাড়িয়েছে। এখন এই সামরিক সক্ষমতা বিশ্বজুড়ে আলোচিত— যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত।
এ সময় ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, আগ্রাসন নয়। এই অঞ্চলকে উন্নয়নের মাঠে পরিণত করতে চাই, যুদ্ধক্ষেত্রে নয়। এই অনুষ্ঠানে দেশটির তিন বাহিনীর প্রধান ও বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।