আন্তর্জাতিক

আত্রাই নদীর বাঁধ ধসে পড়ায় বাংলাদেশ ও চীনকে দোষারোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
আত্রাই নদীর বাঁধ ধসে পড়ায় বাংলাদেশ ও চীনকে দোষারোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রাই নদীর ওপর নির্মিত একটি বাঁধ ভেঙে পড়েছে। মাত্র চার মাস আগে প্রায় ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই বাঁধের একটি বড় অংশ মঙ্গলবার (২০ মে) ভোররাতে নদীর প্রবল স্রোতে ধসে পড়ে। এর ফলে নদী তীরবর্তী গ্রামগুলোতে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও বাঁধের একটি গার্ডওয়াল ভেঙে গিয়েছিল।
বুধবার (২১ মে) শিলিগুড়ির উত্তরকন্যা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে এই ঘটনার জন্য নাম না করে বাংলাদেশ ও চীনকে দোষারোপ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের একটি সীমান্তবর্তী দেশ রয়েছে, নাম বলছি না, তারা দুটো দেশ মিলে একটা বাঁধ তৈরি করেছিল। আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। এর ফলে আত্রাই নদীতে পানি পাওয়া যাচ্ছে না। আমরা কাজ করতে পারছি না।”
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিকিমকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, সেখানে ১৪টি হাইড্রেল প্রকল্প চালু হয়েছে, যার ফলে পানি আর বাংলার দিকে নামছে না, সব চাপ গিয়ে পড়ছে নিচের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা ভেবেছে বাংলার ওপর নিঃশ্বাস ফেলবে, তাদের বলতে চাই—নিজেদের রাজ্য সামলান। আমরা নিঃশ্বাস ফেলতে জানি। সীমা লঙ্ঘন করলে আমরাও চুপ করে থাকবো না।”
উল্লেখ্য, আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে প্রবেশ করে এবং আবার বাংলাদেশে ফিরে যায়। ২০২২ সালে পশ্চিমবঙ্গ সরকার বালুরঘাটের চকভৃগু এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু করে, যার সমাপ্তি হয় ২০২৪ সালের প্রথম দিকে। কিন্তু চার মাস পার হতে না হতেই পুনরায় বাঁধ ধসে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।