কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাস বাড়াতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য নিউজ’ ও ‘জিও নিউজ’-এর বরাতে জানা যায়, চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে প্রতিদিন ২০০ থেকে ৩০০ ভারতীয় ফ্লাইটের চলাচল ব্যাহত হচ্ছে, জ্বালানি খরচ বাড়ছে এবং আন্তর্জাতিক রুটের বিমানগুলোকে ব্যয়বহুল বিকল্প পথে যেতে হচ্ছে।
ভারতের আগের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ২৪ এপ্রিল থেকে পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ রাখে। ICAO নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা একবারে এক মাসের বেশি সময় কার্যকর রাখা যায় না, তাই মেয়াদ শেষের আগেই নতুন নোটিশ জারি করবে পাকিস্তান। সামরিক ও বাণিজ্যিক—উভয় ফ্লাইটেই এই বিধিনিষেধ প্রযোজ্য। তবে পাকিস্তানের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম, কারণ তারা পূর্বমুখী ফ্লাইট অনেক আগেই সীমিত করে দিয়েছে।
এটি কোনো নতুন পরিস্থিতি নয়—১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও পাকিস্তান একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যার মূল ক্ষতির ভার ভারতের কাঁধেই পড়েছিল।