ঢালিউড

হাসিনার পতন ও পলানো নিয়ে সিনেমা আনছেন রাফী

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
হাসিনার পতন ও পলানো নিয়ে সিনেমা আনছেন রাফী
ঢালিউডের খ্যাতিমান পরিচালক রায়হান রাফী এবার এক বিস্ফোরক রাজনৈতিক ঘটনার উপর ভিত্তি করে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। সিনেমাটির কাহিনি আবর্তিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের ঘটনাকে কেন্দ্র করে। সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন, আর এই ঘটনার কিছুদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এটি বাংলাদেশের রাজনীতিতে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, এবং রায়হান রাফী মনে করেন, এমন ঘটনা চলচ্চিত্রে উপস্থাপন করলে তা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে 'বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ' বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রায়হান রাফী বলেন, "সিনেমা এমন একটি মাধ্যম যা দিয়ে সমাজের নানান অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো যায়। আন্দোলনের এই ঘটনাগুলো সময়ের সাথে ভুলে যেতে পারে মানুষ, কিন্তু সিনেমার মাধ্যমে তা স্থায়ী হয়ে থাকবে।" তিনি আরও যোগ করেন, "জুলাইয়ের অভ্যুত্থানে এত এত গল্প রয়েছে, যা নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করা যায়। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব এই গল্পগুলোকে সিনেমায় তুলে ধরতে।"
রায়হান রাফী তার সিনেমার গল্পে সত্যিকারের ঘটনার প্রতিফলন রাখতে পছন্দ করেন। তার সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ এই আগ্রহের উদাহরণ, যা ১৫টি দেশে প্রচুর দর্শকপ্রিয়তা পেয়েছে এবং বর্তমানে পাকিস্তানে উর্দু ভাষায় প্রদর্শিত হচ্ছে। ‘তুফান’ মুভির ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। একইসঙ্গে শরীফুল রাজ ও ওপার বাংলার জিৎকে নিয়ে তার পরবর্তী প্রজেক্ট ‘লায়ন’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তবে এই পরিচালক কেবল চলচ্চিত্রেই থেমে নেই; তিনি ওয়েবসিরিজেও কাজ করছেন। তার আসন্ন ওয়েবসিরিজ ‘ব্ল্যাক মানি’ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা হচ্ছে। এতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপরিচিত চিত্রনায়ক রুবেল, পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ারসহ আরও অনেকে।