ঢালিউড

নিউইয়র্কে নিজের টাকায় চারটি বাড়ি কিনেছেন ঢালিউড অভিনেতা কাজী মারুফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১২ নভেম্বর, ২০২২
নিউইয়র্কে নিজের টাকায় চারটি বাড়ি কিনেছেন ঢালিউড অভিনেতা কাজী মারুফ

ঢালিউড অঙ্গনের একসময়ের অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা কাজী মারুফ। তার বাবা কাজী হায়াত দেশীয় ইন্ডাস্ট্রির নামকরা পরিচালক।

বাবার মতোই শোবিজ অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখেছেন মারুফ। ২০০২ সালে তার অভিনীত প্রথম সিনেমা ইতিহাস মুক্তি পেয়েছিল। প্রথম সিনেমায় অভিনয়ের মাধ্যমেই আলোচনায় এসেছিলেন তিনি। 

এরপর সিনেমা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একাধিক ব্যবসা সফল সিনেমা। অভিনয় দক্ষতা দেখিয়ে অর্জন করেছেন জনপ্রিয়তা, ভক্তদের ভালবাসা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

ক্যারিয়ার লাইফে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা দীর্ঘদিন ধরেই দূরে আছেন ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে। 

পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন। এই অভিনেতা বর্তমানে নিউইয়র্কে চারটি বাড়ির মালিক। নিজের অক্লান্ত পরিশ্রমের টাকায় যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন তিনি। 

গত নয় নভেম্বর ঢালিউড অভিনেতা কাজী মারুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে  তার কেনা চারটি বাড়ির ছবি পোস্ট করেছেন। 

পোস্টের ক্যাপশনে লিখেছেন: ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে। 

বিশেষ দ্রষ্টব্য লিখে জানিয়েছেন যে, বাংলাদেশের টাকায় তিনি এই বাড়ি কিনেননি। সেখানে কষ্ট করে বাড়ি কিনেছেন। 

 দেশে নিয়মিত রেমিট্যান্স পাঠান তিনি । সাথে এটাও লিখেছেন যে, দেশে এমন কিছুই নেই  যা থেকে টাকা নিতে পারবেন তিনি। 

মারুফের দেয়া পোস্টে ভক্তরা শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। মুহূর্তেই ভাইরাল হয়েছে নিউইয়র্কে তার চারটি বাড়ির মালিক হওয়ার খবরটি। 

এরপর আর একটি স্টাটাস দিয়ে কাজি মারুফ জানিয়েছেন, প্রবাসে থাকলেও তিনি দেশেই থাকতে চান। 

তিনি দেশকে ভালোবেসেছেন। কিন্তু দেশবাসীর কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে জিজ্ঞেস করেছেন, দেশ কি তাকে ভালোবেসেছে? কেন তিনি আমেরিকাতে? 

মনের ইচ্ছে ব্যক্ত করে এই পোস্টেই লিখেছেন, বাংলাদেশে থাকতে চান তিনিও। উড়োজাহাজ দেখলে নাকি খুব ইচ্ছে করে দেশে ফিরে আসার। মনে এরকম  ইচ্ছে থাকারও একটা কিন্তু আছে। সেই কিন্তুর গল্প বলতে একদিন দেশে আসবেন তিনি।’

দীর্ঘদিন ধরে ঢালিউড থেকে দূরে থাকলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি এই অভিনেতার। 

যার প্রমাণ চলতি বছরের মার্চ মাসেই পাওয়া গিয়েছিল। 
তিনি যখন নিজের ইউটিউব চ্যানেল ‘ফিল্ম ফ্যাক্টরি ইন নিউইয়র্ক’ থেকে লাইভে এসেছিলেন, সেই লাইভ দেখেছিলেন সাড়ে তিন হাজার ভক্ত। 

৩৮ মিনিটের সেই লাইভে কাজী মারুফ জানিয়ে ছিলেন তার যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কারণ।

মুলত বাবার পরামর্শেই আজ তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ।

এছাড়া  মারুফ  জানিয়েছিলেন, বর্তমানে তিনি ‘গ্রিন কার্ড’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। এই সিনেমাটি কোনো বক্স অফিসে নয় বরং তাঁর ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

কাজী মারুফ অভিনীত অন্ধকার,  রাস্তার ছেলে, বস্তির ছেলে কোটিপতি, দারোয়ানের ছেলে, দেহরক্ষী, ইভটিজিং, সর্বনাশা ইয়াবা’ সহ বেশ কিছু সিনেমা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।


সোর্সঃ