হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী ফ্লাইট ধরার সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা ও ডিবি কার্যালয়ে নেওয়ার পর আদালতে হাজির করা হয় তাকে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে, অন্যদিকে আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেন।
মামলার সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, চিত্রনায়ক জায়েদ খান, অপু বিশ্বাস, নিপুণসহ ১৭ জন তারকা এবং শেখ হাসিনাসহ সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে আসামি করা হয়। মামলাটি ২৯ এপ্রিল আদালতের নির্দেশে নথিভুক্ত হয়।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে 'আশিকী' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটান এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একাধিক সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। তিনি এর আগে আরজে ও উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন।