ঢালিউড

শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন নুসরাত ফারিয়া

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

রবিবার, ১৮ মে, ২০২৫
শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন নুসরাত ফারিয়া
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট ধরার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তাঁকে আটক করা হয়। এক তথ্য অনুযায়ী, ইমিগ্রেশন পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “হ্যাঁ, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ সূত্র আরও জানায়, গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে ভাটারা থানায় নেওয়া হলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি মডেলিং ও টেলিভিশন সঞ্চালনায়ও সক্রিয় রয়েছেন।নুসরাত ফারিয়ার এই গ্রেপ্তার নিয়ে ইতোমধ্যেই মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।