ঢালিউড

শাকিব খানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২ অক্টোবর, ২০২২
শাকিব খানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে এবং সন্তান নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার তার বিরুদ্ধে উঠলো এক নারী প্রযোজক কে ধর্ষনের অভিযোগ। 

আলোচিত চিত্রনায়ক সুপারহিরো সিনেমার শুটিং চলাকালে ওই নারী সহ প্রযোজক কে হোটেল রুমে ধর্ষন করেন।

গত শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এমনই তথ্য দিয়েছেন মিলি সুলতানা নামের এক প্রবাসী সাংবাদিক।

ওই সাংবাদিকের তথ্য মতে সেই ঘটনায় শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় নেওয়া হয়েছিল আইনী ব্যবস্থা ও। 

দীর্ঘদিন দেশের বাইরে থেকে সম্প্রতি দেশে আসেন চিত্রনায়ক শাকিব খান। এরপরই সামনে আসে শাকিব-বুবলির গোপন বিয়ে।

এই ঘটনা এবং তাদের দ্বিতীয় সন্তান বীর নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, তখনই ফেইসবুকে শাকিবের বিরুদ্ধে আরেক গুরুতর অভিযোগ তুললেন মিলি সুলতানা। 

তিনি তার পোস্টে লিখেন সুপার হিরো সিনেমার শুটিং এ শাকিব খান এবং বুবলি ২০১৮ সালে একই সাথে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। 

দুজনের প্রেম ছিল সে সময়টাতেও। সেবার অস্ট্রেলিয়াই গিয়ে পাশাপাশি হোটেল রুমে অবস্থান করেছিলেন এই দুই নায়ক নায়িকা। 

তবে তাতে ও হয়নি শেষ রক্ষা। এক বাংলাদেশি বংশদ্ভুত অস্ট্রেলিয়ান নারীর প্রতি আকৃষ্ট হয়ে উঠেন ঢাকাই সিনেমার কিং খান। 

জানা যায় সে নারি ছিলেন শাকিবের পুর্ব পরিচিত এবং তারই কোন এক সিনেমার সহপ্রযোজক। এক সময় অস্ট্রেলিয়াতেই হোটেল রুমে ওই নারী শিকার হোন শাকিব খানের অশ্লীল যৌনতার।

ঘটনার পরপরই তাকে ভর্তি হতে হয় হাসপাথালে। এবং তিনি শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশের নিকট অভিযোগও দায়ের করেছিলেন। 

পুলিশে অভিযোগের খবর আগেই জেনে যান সুপার স্টার শাকিব খান। তিনি সহয়তা নেন এক প্রভাব শালী ইমিগ্রেশন লয়ারের।

সেই বিখ্যাত লয়ারের সহয়তায় পুলিশকে সামলে সেবারে দ্রুতই দেশে ফিরে আসেন বহুল আলোচিত এই চিত্রনায়ক। তবে একই শুটিং সেটে থাকলেও সেবারে শাকিবের এমন অপরাধের ব্যপারে কিছুই জানতেন না তার স্ত্রী বুবলি।

ফেইসবুকে শাকিবের বিরুদ্ধে অভিযোগ কারি সাংবাদিক মিলি সুলতানা ধর্ষনের শিকার ওই নারীর পরিচয় প্রকাশ করেননি।

তবে তিনি বলেন ওই নারী বিবাহিতা এবং তার স্বামী পেশায় চিকিৎসক। তবে শাকিব খানের সাথে ওই ঘটনার পর স্বামী তাকে ডিভোর্স দিয়েছে।

মিলি সুলতানা সেই নারীকে দেশীয় সিনেমা পাড়ায় বেশ পরিচিত মুখ বলেই দাবি করেন। তিনি বলেন তার সাথে সোশ্যাল মিডিয়াই ছবি রয়েছে মোশাররফ করীম এবং তাহসান খানের মত শিল্পিদের। 

আলোচিত সেই ফেইসবুক স্ট্যাটাসের ভাষ্যমতে শাকিব খানকে পরবর্তিতে ধর্ষনের অভিযোগে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করলেও স্বীকার করেছেন সে নারীর সম্পর্কের কথা।

শাকিব খানের অভিযোগ সেই নারী তাকে ড্রিংক্স করিয়ে বেসামাল করেছে । এরপরে যা ঘটার তার সব কিছুই উভয়ের সম্মতিতে হয়েছে। 

তবে মিলি সুলতানার একটি পোস্টের বাইরে শাকিব খানের এমন অপরাধের পক্ষে পাওয়া যায়নি তেমন কোন শক্ত প্রমান। শাকিব কিংবা ধর্ষনের শিকার নারী কারো পক্ষ থেকেই জানা যায়নি অভিমত। 

নিজের ক্যারিয়ারের শুরু থেকেই একের পর একে স্ক্যান্ডালের জন্ম দিয়েছেন শাকিব।
আনুষ্টানিক ভাবে ঘোষানা করেছেন অপু এবং বুবলির সাথে সম্পর্ক। 

এছাড়া তার ব্যাপারে একসময় গুঞ্জন ছিল চিত্রনায়িকা  শাবনুরের সঙ্গে প্রেমের। চিত্রনায়িকা রাত্রী রুমানা হক এবং বর্তমানে পুজা চেরীর সাথে শাকিবের  সম্পর্কের গুঞ্জন ঢালপালা বেধেছে।