ঢালিউড

মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ছবি 'দামাল'

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১০ অক্টোবর, ২০২২
মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ছবি 'দামাল'


দর্শকদেরকে নতুন অভিজ্ঞতা দিতে আগামী ২৮ অক্টবর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ছবি 'দামাল'। এটি চলচ্চিত্র জগতে এক নতুন জোয়ার আনবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমনকি দাবি করা হচ্ছে, এমন ভিএফএক্স ও গল্পের ধরন আগে কখনো কোনো বাংলা সিনেমায় দেখেনি দর্শক। 

বর্তমানে দেশের সিনেমায় তারুণ্যের জোয়ার এসেছে। একের পর এক তরুণ নায়ক-নায়িকারা সাফল্য পাচ্ছেন। তাদের কাজ সাধারণ দর্শক থেকে শুরু করে সিনে সমালোচকদের কাছেও বেশ প্রশংসা পাচ্ছে।

এমনই দুই তরুণ সিয়াম আহমেদ ও শরিফুল রাজ। আলোচিত এই তারকাদ্বয়কে একসঙ্গে দেখা যাবে ‘দামাল’ সিনেমায়। অন্যদিকে সিনেমাটির মাধ্যমে পর্দায় দ্বিতীয়বারের মতো একসাথে আসছেন রাজ-মিম জুটি।

এছাড়াও ‘দামাল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমিসহ আরো অনেকেই।

এরইমধ্যে প্রকাশিত হয়েছে ছবির দ্বিতীয় গান। যেখানে দেখা গেছে সিয়ামকে। প্রকাশিত এ গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি।

‘দামাল’ এবং গান নিয়ে সিয়াম বললেন, 'দামাল আমাদের ছবি। এ গানটি ছবিটিতে কি থাকছে তার একটা বার্তা দিয়েছে। আশা করি দর্শকরা ছবিটি দেখে বিনোদিত হবেন এবং তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন।'

বর্তমানে দামাল সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সব মিলিয়ে শ-পাঁচেক শিল্পী কাজ করেছেন এতে। 

ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। এখন অবধি রাফির সবচেয়ে বড় এক্সপেরিমেন্টাল এবং বড় কাজ হতে যাচ্ছে ‘দামাল’। 

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দেশীয় চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিতে পারে রায়হান রাফি পরিচালিত এ সিনেমা।

ইতোমধ্যেই ট্রেলারেই সাড়া ফেলেছে ‘দামাল’ সিনেমাটি। গত আগস্টে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছিলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এ ছবি।

৮ আগস্ট সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এটি দেখার পর ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর বোর্ডের সদস্যরা।

এ ব্যাপারে নির্মাতা জানান, সেন্সর বোর্ডের অনেকে সিনেমাটি দেখে কেঁদেছেন এবং ব্যাপক প্রশংসা করেছেন।

রাফি আরো জানান, ‘দামাল’ নিয়ে তার প্রত্যাশা ব্যাপক। এছাড়া দর্শকদের তিনি বড় চমক দিতে চান সিনেমাটি দিয়ে।

মূলত প্রেমের গল্প ও মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।

পাশাপাশি ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্রের সমন্বয় দেখা যাবে এ সিনেমায়।

এ বিষয়ে নির্মাতা জানান, অনেক বিষয় নিয়ে দেশের মানুষের মধ্যে বিভক্তি থাকলেও খেলা এবং মুক্তিযুদ্ধ দেশের মানুষকে একত্রিত করতে পারে। যার ফলে এ দু'টি বিষয় এক হলে দর্শক অন্যরকম আবেগ খুঁজে পাবে।

২০২০ সালে নভেম্বরে সিনেমার শুটিং শুরু হয়। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়েছে। 

'দামাল', 'পরাণ' ছাড়াও এর আগে ২০১৮ সালে পোড়ামন-২ ও দহন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি।