বিনোদন

শাকিব নিশোর সাথে একাই লড়বেন শরিফুল রাজের অ্যাকশন থ্রিলার ‘ইনসাফ’

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
শাকিব নিশোর সাথে একাই লড়বেন শরিফুল রাজের অ্যাকশন থ্রিলার ‘ইনসাফ’
এই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ ছবিতে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিমকে।

‘ইনসাফ’ একটি প্রতিশোধ ও ন্যায়বিচারের গল্প। গল্পে থাকবে রহস্য, রোমাঞ্চ এবং অ্যাকশনের মিশেল।
ছবিতে শরিফুল রাজকে দেখা যাবে একদম নতুন এক রূপে—চোখে আগুন, হাতে রক্তমাখা কুড়াল।
তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায়, হাতে পিস্তল ও ধারালো চাকু—যার ইঙ্গিত মিলেছে প্রথম লুকেই।
অন্যদিকে মোশাররফ করিমকে দেখা যাবে এক ভিন্নধর্মী ও রহস্যময় চরিত্রে, যেখানে তার হাতে কুড়াল আর ঘাড়ে ঝুলছে স্টেথোস্কোপ।

‘ইনসাফ’ পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার, যিনি এর আগে কলকাতার সিনেমা ‘মানুষ’ পরিচালনা করে প্রশংসিত হন।
এটি তার বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
ছবির শুটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, বর্তমানে সেন্সরে জমা পরে আনকাট সেন্সর পেয়েছে,
এ কথা পরিচালক নিশ্চিত করে বলেছেন,  ঈদুল আজহার দিনেই মুক্তি পাচ্ছে ‘ইনসাফ’।

সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস।
দীর্ঘদিন পর তিতাস কথাচিত্র ফিরছে প্রযোজনায়, আর এই সিনেমার মাধ্যমেই শুরু হয়েছে তাদের নতুন যাত্রা।
মে মাসের প্রথম সপ্তাহ থেকে ‘ইনসাফ’-এর প্রচারণা শুরু হয়েছে বলে জানা গেছে।

এবারের ঈদে ‘ইনসাফ’ হতে পারে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য বড় এক চমক। রাজ, ফারিণ ও মোশাররফ করিমের নতুন লুক ও শক্তিশালী চরিত্র নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। তবে ঈদুল ফিতরে শাকিব নিশোর বরবাদ - দাগী লড়াই হলেও ঈদুল আযহায় শাকিব খান ও আফরান নিশোর সাথে একাই লড়াই করতে চলেছেন অভিনেতা শরীফুল রাজ। 
‘ইনসাফ’ শুধু একটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে এই ঈদের বড় অ্যাকশন উপহার। এই ঈদে ৬টি সিনেমা সেন্সরে জমা পরেছিল তবে মুক্তির প্রতিক্ষায় সিনেমা হলের দরজায় করা নারছে আরও বেশ কিছু সিনেমা। 
এভাবে সিনেমার সংখ্যা বাড়তে থাকলে হয়তো সিনেমার সুদিন ফিরে আসবে বলে মনে করেন দর্শক ও সিনেমা সংশ্লিষ্টরা।