বিনোদন

দীর্ঘ বিরতির পর নতুন চমক নিয়ে ফিরছেন তানজিন তিশা

Staff Correspondent

Staff Correspondent

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
দীর্ঘ বিরতির পর নতুন চমক নিয়ে ফিরছেন তানজিন তিশা
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে রয়েছেন এক অঘোষিত বিরতিতে। ঈদের আগেই দেশ ছাড়লেও ফেরার পর প্রায় দেড় মাস ধরে কোনো শুটিং কিংবা নতুন কাজে দেখা যায়নি তাকে। এ কারণে তাকে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন।
বিশেষ করে বলিউড অভিনেতা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ ছবিতে অভিনয়ের খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিশা। তবে শুরু থেকে এ বিষয়ে নীরব থাকলেও এবার কিছুটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী |  তবে সরাসরি কিছু না বলে তিনি ইঙ্গিতের ভাষায় বোঝালেন -

“সিনেমাটিতে আমি আছি এমন অনেক নিউজ হয়েছে। আমি নিজেও দেখেছি। তবে  ভিউয়ের জন্য  নিউজ তো অনেক হয়। কতটা সত্যি, কতটা সত্যি নয়- দর্শকই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হাজির হব, ভক্তরা আমার কাছে যতটুকু আশা করে হয়তো এর থেকে বেশি কিছু নিয়ে।” 
যদিও তিনি পরিষ্কারভাবে কিছু জানাননি, তবে কথার ফাঁকেই বুঝিয়ে দিয়েছেন—শারমান যোশীর সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটি তার ক্যারিয়ারের জন্য বড় অর্জন হবে।
ব্যক্তিগত জীবন, প্রেম কিংবা নানা গুঞ্জন নিয়ে তিশা কোনো কর্ণপাতই করেন না। এ বিষয়ে তার সাফ জবাব—
 “গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শক আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।”
এখনো কাজে ফেরার তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন বলেই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে তার ভক্তদের জন্য সুখবর হলো, মাসের শেষেই মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত নাটক ‘খোয়াবনামা’। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা।