বিনোদন

নবাব নাঈমের মেয়ে নামিরার সঙ্গে ঢাকায় সময় উপভোগ করলেন হানিয়া আমির

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
নবাব নাঈমের মেয়ে নামিরার সঙ্গে ঢাকায় সময় উপভোগ করলেন হানিয়া আমির
নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ে নিয়মিত না হলেও পরিবারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। তাঁর দুই মেয়ের একজন নামিরা নাঈম দেশে পড়াশোনা শেষে পোশাকের ব্যবসা শুরু করেছেন। অন্য মেয়ে মাহাদিয়া নাঈম এখন দেশের বাইরে পড়াশোনা করছেন।
সম্প্রতি নামিরার সঙ্গে সময় কাটালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের ভ্লগ শুটিংয়ের সময় তাঁদের পরিচয় ঘটে। ভোর থেকে শুরু হওয়া শুটিং চলে সাড়ে তিন ঘণ্টা।
প্রথম আলাপেই দু’জনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। নামিরা বলেন, “হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে। নবাব পরিবারের নানা ইতিহাসের কথা শুনেছে। পাকিস্তানেও আমাদের আত্মীয়রা আছেন, সেই সম্পর্কেও কথা হয়েছে। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান আর শিল্পী আলি জাফরের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কের বিষয়েও আলাপ হলো।”
শুটিংয়ের ফাঁকেই ঢাকার পথের ধারের খাবারও উপভোগ করেন হানিয়া আমির। নামিরা জানান, “খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি খেল হানিয়া। আবার ফুচকাও খেল ৩–৪টা নাগা মরিচ দিয়ে। আমরা ঝালে কষ্ট পাচ্ছিলাম, অথচ তাঁর কাছে একেবারেই স্বাভাবিক মনে হলো।”
নামিরা মনে করেন, ইনস্টাগ্রামে যেরকম ব্যক্তিত্বের ছাপ দেখা যায়, সামনাসামনি হানিয়া আরও প্রাণবন্ত ও খোলা মনের মানুষ হিসেবে তাঁকে মুগ্ধ করেছেন।