বিনোদন

বিশ্বের প্রথম মেন্স অ্যাওয়ার্ড আয়োজন করেন ফ্রেন্ডস ভিউ

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
বিশ্বের প্রথম মেন্স অ্যাওয়ার্ড আয়োজন করেন ফ্রেন্ডস ভিউ


আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে অনুষ্ঠিত  হয়ে গেলো দুবাইয়ের পাঁচ  তারাকা হোটেল শেরাটনে  " ইন্টারন্যাশনাল মেন্স এওয়ার্ড ২০২৫ - ইউ এ ই " ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। এই দিবসটি উদযাপনের পাশাপাশি এই অ্যাওয়ার্ড শো এর  আয়োজন করেন বাংলাদেশী ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস।

এই প্রতিষ্ঠান টি  বাংলাদেশের সাফল্যের সাথে কাজ করে এখন বিশ্বের দরবারে নতুন নতুন প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট  করতেছে। বলা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ এওয়ার্ড পৃথিবীতে প্রথম এটা আমাদের বাংলাদেশের  গর্বের বিষয়।

এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের সফল মানুষদেরকে পুরস্কৃত করা হয় এবং ম্যান অফ দ্যা ওয়ার্ল্ড শিরোনাম বিশ্বের সফল ১০ ব্যক্তিকে উৎসর্গ করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বের ১২ টি দেশ। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর বো আবদুল্লাহ চেয়ারম্যান বো আব্দুল্লাহ গ্রুপ। গেষ্ট অফ অনার ছিলেন হানিফ শেখ ফাউন্ডার এন্ড চেয়ারম্যান এমারত ফোল্ডিংস গ্রুপ ও দুবাইয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সাউথ আব্দুল আজিজ।

অনুষ্ঠানের আয়োজক  ও পরিচালনায়  ছিলেন রবি চৌধুরী ফাউন্ডর এন্ড  চেয়ারম্যান ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস এলএলসি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশী মডেল রাকা জামান। পুরুষদের বিভিন্ন ভূমিকা তুলে ধরা হলো এক ফ্যাশন শো এর মাধ্যমে।

এই অনুষ্ঠানের ৪ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মিডিয়া উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জনকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এটি বিশ্বের প্রথম পুরুষ অ্যাওয়ার্ড হওয়াতেই অনেকের সাধুবাদ জানিয়েছেন।

অনুষ্ঠানের আয়োজক রবি চৌধুরী  জানিয়েছেন সবার  সহযোগিতা পেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম অক্ষুন্ন  থাকবে এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ভিউ এর চিফ এক্সিকিউটিভ ডিরেক্টার আবু কদর, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফ্রেন্ডস ভিউয়ের মেম্বার জুবায়ের খান, মারুফ খান, তুলি, সাবিনা ফ্রেন্ডস বি পরিবারের সকল সদস্যবৃন্দ। জমকলা আয়োজনের মধ্য দিয়ে   অনুষ্ঠানটি সম্পন্ন হয়।