বিনোদন

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী। রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।

সন্ধ্যায় তারা আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

গত ১০ নভেম্বর ব্যবসায়িক অংশীদার হিসেবে রাখার প্রতিশ্রুতিতে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি-ধমকি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।
 এ বিষয়ে গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন নির্ধারণ করা আছে।

মামলার নথি অনুযায়ী, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবীন। এ আশ্বাসের ভিত্তিতে নগদ টাকা ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে তিনি মোট ২৭ লাখ টাকা প্রদান করেন।
কিন্তু টাকা নেওয়ার পরও দীর্ঘ সময় কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি মেহজাবীন ও তাঁর ভাই। পাওনা টাকা চাইলে তাঁরা বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি আমিরুল পাওনা টাকা চাইতে গেলে তাঁকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়।
 উক্ত দিনে সেখানে গেলে মেহজাবীন, তাঁর ভাই এবং আরও চার–পাঁচজন আমিরুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন।
তাঁরা বলেন, এরপর কখনো বাসায় এসে টাকা চাইবি না। বাসার সামনে আবার দেখলে মেরে ফেলব। এই হুমকি-ধমকির পর আমিরুল ভাটারা থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি গত ২৪ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।