ব্যবসায়িক অংশীদারকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা তানিয়া এই পরোয়ানা জারি করেন।
রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার নথি অনুযায়ী, ওই দিন মেহজাবীন ও তাঁর ভাই আলিসানের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ ছাড়া গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
বাদী আমিরুল ইসলাম আদালতে অভিযোগ করেন, মেহজাবীনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ছিল। একপর্যায়ে অভিনেত্রী তাঁকে ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দেন এবং অধিক মুনাফার আশ্বাস দেন। এর ভিত্তিতে বিভিন্ন সময়ে তিনি মেহজাবীনকে ২৭ লাখ টাকা প্রদান করেন।
অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পরও দীর্ঘ সময় ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি মেহজাবীন ও তাঁর ভাই। পাওনা টাকা চাইলে তাঁরা বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তাঁকে ১৬ মার্চ হাতিরঝিল রোডসংলগ্ন একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেদিন সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তাঁর ভাই এবং অজ্ঞাত চার–পাঁচজন আমিরুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ সময় তাঁরা জানান, ভবিষ্যতে তিনি যেন আর কখনো টাকা না চান। পুনরায় টাকা চাইলে জীবননাশের হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ করেন বাদী।
ঘটনার পর তিনি থানায় অভিযোগ নিতে গেলে থানার পক্ষ থেকে তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
পরে গত ২৪ মার্চ আমিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামিদের হাজির হওয়ার জন্য সময় দেন, কিন্তু তাঁরা হাজির হননি।
মামলার অভিযোগ প্রমাণিত হলে মেহজাবীন ও তাঁর ভাইকে আদালতের নির্দেশ অনুযায়ী শান্তি রক্ষার মুচলেকা দিতে হতে পারে।