বিনোদন

ফারিণের নতুন আইফোন ১৭ হাতে উচ্ছ্বসিত মুহূর্ত – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাসি

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ফারিণের নতুন আইফোন ১৭ হাতে উচ্ছ্বসিত মুহূর্ত – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাসি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টাসনিয়া ফারিণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সঙ্গে একটি আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, তিনি নতুন আইফোন ১৭ হাতে পেয়ে উচ্ছ্বসিত।
ফারিণ শেয়ার করা ছবিতে সোফায় বসে, কালো টপ এবং প্রিন্টেড স্কার্ট পরে দেখা যাচ্ছে। তার খোলা চুল আর মিষ্টি হাসি ছবিটিকে আরও প্রাণবন্ত করেছে। ছবির ক্যাপশনে ফারিণ লিখেছেন, “পেয়েছি।”
ভক্তরা ছবিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর লাগছে।” আরেকজন মন্তব্য করেছেন, “টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।”
প্রসঙ্গত, টাসনিয়া ফারিণের অভিনয় জীবন শুরু হয় ২০১৭ সালে ছোট পর্দার ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে। মায়ের ইচ্ছার প্রেক্ষিতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে প্রযোজিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে দর্শকদের কাছে পরিচিতি এনে দেয়।