বিনোদন

যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, ভাইরাল ছবি

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, ভাইরাল ছবি
লিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন। নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়, ছেলেকে নিয়ে সবুজ ঘাসে হাঁটছেন শাকিব-বুবলী, কখনো আবার রোমান্টিক মুডে একে অপরকে জড়িয়ে আছেন।

তাদের এই ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন। অনেকে আবার মজার ছলে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করছেন।

প্রসঙ্গত, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। এবার ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে স্মৃতি উপহার দিচ্ছেন তিনি। চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা দম্পতির।