বিনোদন

শাকিব খানের আগে ‘মেগা স্টার’ শব্দটা কানে লাগে: বলেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫
শাকিব খানের আগে ‘মেগা স্টার’ শব্দটা কানে লাগে: বলেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান
দেশের বিনোদন অঙ্গনে ‘মেগা স্টার’ শব্দটি অনেকটা সমার্থক হয়ে উঠেছে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। তবে এই শব্দ ব্যবহার নিয়ে সম্প্রতি সরব হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এক সাক্ষাৎকারে তিনি সোজাসাপটা বলেন, “শাকিব খানের আগে মেগা স্টার শব্দটা কানে লাগে।”

সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, “আমি কাউকে ছোট করছি না। তবে ‘মেগা স্টার’ বলার আগে একটু ভাবতে হবে। মেগা স্টার মানে কেবল জনপ্রিয়তা নয়, এর পেছনে থাকে দীর্ঘ অভিনয়জীবনের গভীরতা, গুণগত মান ও সম্মান।”

তিনি আরো বলেন “আমাদের দেশে শাকিব খান নিঃসন্দেহে একজন বড় মাপের তারকা। তার ফ্যান ফলোয়িং, বক্স অফিস দাপট আছে। কিন্তু ‘মেগা স্টার’ বলা কি খুব স্বাভাবিক? এটা একটা আন্তর্জাতিক টার্ম। যার ভার বহন করার মতো অর্জন থাকতে হয়।”

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ জাহিদ হাসানের স্পষ্ট বক্তব্যকে প্রশংসা করছেন, কেউবা আবার বলছেন— সময়ের দাবি অনুযায়ী শাকিব খানই মেগা স্টার।

উল্লেখ্য, শাকিব খান প্রায় দুই দশকের বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে রাজত্ব করছেন। তার অসংখ্য হিট ছবি, দেশ-বিদেশে জনপ্রিয়তা তাকে অনেকে ‘ঢালিউড কিং’ উপাধিও দিয়েছেন। তবে জাহিদ হাসানের মতো একজন অভিজ্ঞ অভিনেতার মুখে এমন মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এখন দেখার বিষয়—এই মন্তব্যের জবাবে শাকিব খান বা তার ঘনিষ্ঠ কেউ কোনো প্রতিক্রিয়া জানান কি না ।