খেলা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নিগার-শারমিন, এগিয়ে রাবেয়া-ফাহিমাও

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নিগার-শারমিন, এগিয়ে রাবেয়া-ফাহিমাও
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। একের পর এক জয়ে যেমন আত্মবিশ্বাস বাড়ছে, তেমনি আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও এসেছে চোখে পড়ার মতো উন্নতি। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ওপেনার শারমিন আক্তার সুপ্তা।
থাইল্যান্ডের বিপক্ষে জ্যোতির সেঞ্চুরি (১০১ রান) এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের ইনিংস তাকে এনে দিয়েছে ১৬ ধাপ অগ্রগতি। এখন তিনি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছেন ১৭তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা।
শারমিন সুপ্তা থাইল্যান্ডের বিপক্ষে খেলেন ৯৪ রানের অপরাজিত ইনিংস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ২৪ রান। এর সুবাদে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৯তম স্থানে।
এছাড়া বোলিং বিভাগেও উন্নতি এসেছে। তরুণ স্পিনার রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৩তম অবস্থানে। অভিজ্ঞ ফাহিমা খাতুনও ৩ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪৮তম স্থানে।