খেলা

ডেথ বোলিংয়ের রাজা এখন মুস্তাফিজ! একাই ছাড়িয়ে গেলেন বুমরাহ-হারিস-সাউদি সবাইকে

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ডেথ বোলিংয়ের রাজা এখন মুস্তাফিজ! একাই ছাড়িয়ে গেলেন বুমরাহ-হারিস-সাউদি সবাইকে
দিন আসে, দিন যায়, আর মুস্তাফিজুর রহমান যেন রেকর্ড বই নতুন করে লেখেন! কাটার মাস্টার নামেই যিনি পরিচিত, আজ চাইলে তার নতুন পরিচয় হতে পারে—‘রেকর্ড মাস্টার’। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজ এখন একাই একশো। একদিকে ধারাবাহিক পারফরম্যান্স, অন্যদিকে দারুণ সব রেকর্ডে ছাড়িয়ে যাচ্ছেন বুমরাহ, স্টার্ক, সাউদি, রউফদের মতো বিশ্বসেরা সব পেসারকে।

একসময় যারা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারা এখন মুগ্ধ হয়ে দেখছেন মুস্তাফিজের বোলিং জাদু। তার বোলিং এখন যেন কোনো নিখুঁত শিল্পকর্মের মতো, যেখানে প্রতিটি বলই নতুন চমক। সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়েও তার উন্নতির প্রমাণ মিলেছে। এক লাফে ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে। এখন তিনি অবস্থান করছেন ৯ নম্বরে।

১,০০০ ডট বলের ক্লাবে মুস্তাফিজ
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজেই মুস্তাফিজ গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড। টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে তিনি স্পর্শ করেছেন ১,০০০ ডট বলের মাইলফলক। এটি বলেই দেয়, কতটা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন বাংলাদেশের এই পেস সেনসেশন।

ডেথ বোলিংয়ে বিশ্বসেরা—পরিসংখ্যানই সাক্ষী
সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি এসেছে ডেথ বোলিংয়ে। সাম্প্রতিক পাকিস্তান সিরিজেই টিম সাউদিকে ছাড়িয়ে মুস্তাফিজ এখন ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেট শিকারি।
 মুস্তাফিজ: ৬৬ উইকেট (১১১ ইনিংসে)
 সাউদি: ৬৫ উইকেট (১২৫ ম্যাচে)

চাপের সময় প্রতিপক্ষকে চেপে ধরার এমন সামর্থ্যই প্রমাণ করে, মুস্তাফিজ এখন এই ফরম্যাটে ডেথ ওভারে সবার সেরা।

সবচেয়ে বেশি ডট বল ডেথ ওভারে
উইকেটের পাশাপাশি ডট বল দিয়েও মুস্তাফিজ শীর্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটের ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন তিনি।
মুস্তাফিজ: ৩১৭ ডট
ক্রিস জর্ডান: ২৪১ ডট
টিম সাউদি: ২৪০ ডট
 হারিস রউফ: ২২৩ ডট

অন্য সবার সঙ্গে তুলনা করলেই বোঝা যায়, এই দাপট কতটা নিখুঁত ও ধারাবাহিক।