এক লাফে ১৭ ঘর পার, ফিজের বিষে প্রতিপক্ষ ছাড়খার।মোস্তাফিজুর রহমান যেন মিরপুরে খুলেছেন তাঁর পুরনো জাদুর বাক্স! কাটার আর স্লোয়ারে বিভ্রান্ত করে দিয়েছেন একের পর এক পাকিস্তানি ব্যাটারকে। গতির পরিবর্তন আর নিখুঁত নিয়ন্ত্রণে পাক ব্যাটিং লাইনআপে এনে দিয়েছেন বিপর্যয়। এই দুর্দান্ত পারফরম্যান্সে একদিকে যেমন বাংলাদেশ জিতেছে ম্যাচ ও সিরিজ, তেমনি মোস্তাফিজও উঠে এসেছেন আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশে।দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
লিটন দাসের ব্যাট আর মোস্তাফিজের বল হাতে তাণ্ডবের পরদিনই প্রকাশ পায় আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিং।সেখানে দেখা যাচ্ছে, বোলারদের তালিকায় ১৭ ধাপ লাফিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। রেটিং পয়েন্ট ৬৫৩।এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলে মাত্র ২.৮৬ ইকোনমি রেটে ৩ উইকেট নিয়েছেন তিনি। একই রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপ সিং-ও এখন অবস্থান করছেন ৯ নম্বরে, তবে তিনি এগিয়েছেন ১ ধাপ।উন্নতির জোয়ারে মোস্তাফিজের দলমেটরাওমোস্তাফিজ একা নন, তাঁর মতোই র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন আরও কয়েকজন বাংলাদেশি বোলার।টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন শেখ মেহেদী হাসান। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৩৩।তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব রয়েছেন যথাক্রমে ২৭ ও ৩৭ নম্বরে। তাসকিন এগিয়েছেন ১ ধাপ, আর তানজিম উঠেছেন ৯ ধাপ।তানজিমের রেটিং ৫৩৫, যা ভারতের কুলদীপ যাদবের সমান। তাই তাঁরা দুজন যৌথভাবে অবস্থান করছেন ৩৭ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-ও পিছিয়ে নেই। তিনিও ১৩ ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৯ নম্বরে।সেরা দশে নতুন নাম কেবল দুটো—মোস্তাফিজ ও আর্শদীপটি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এবার সেরা দশে কোনো বড় রদবদল হয়নি। একমাত্র দুই নতুন মুখ—মোস্তাফিজুর রহমান ও আর্শদীপ সিং।তালিকার শীর্ষে এখনো নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, যাঁর রেটিং পয়েন্ট ৭৩৩।তার ঠিক নিচে দুই ও তিনে রয়েছেন যথাক্রমে আদিল রশিদ (৭১০) ও বরুণ চক্রবর্তী (৭০৬)। বাকি অবস্থানগুলোতে কোনো পরিবর্তন নেই।
ব্যাটারদের তালিকাতেও পরিবর্তনের ছোঁয়াটি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও দেখা গেছে সামান্য পরিবর্তন।৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।অন্যদিকে, ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন।শীর্ষস্থান এখনো দখলে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের, যার রেটিং ৮৪৭।
এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ভারতের দুই তরুণ অভিষেক শর্মা ও তিলক ভার্মা।অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে হার্দিকের রাজত্ব অব্যাহত, উঠে এলেন চেজটি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।তবে এবার আলোচনায় চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ। তিনি ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, যার পেছনে মূল কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর ৩২ বলে ৬০ রানের ইনিংস।চেজের রেটিং পয়েন্ট এখন ২২১।