খেলা

ওপেন প্লে গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসি এখন এক নাম্বারে

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫
ওপেন প্লে গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসি এখন এক নাম্বারে
কাতার বিশ্বকাপে চারটি পেনাল্টি গোলের জন্য কম সমালোচনা সইতে হয়নি লিওনেল মেসিকে। অনেকেই বলেছিলেন, "মেসি পেনাল্টি ছাড়া কিছুই না!" কিন্তু যারা এমন কথা বলেন, তারা কি একবারও আয়নায় নিজেদের মুখ দেখেছেন? না দেখলেও, অন্তত একবার ক্রিস্টিয়ানো রোনালদোর পরিসংখ্যান দেখে আসা উচিত। কারণ, মেসির বিশ্বকাপ থেকে পেনাল্টি বাদ দিলে যেমন ফাইনাল জেতা কঠিন হয়ে যেত, রোনালদোর ক্যারিয়ার থেকেও যদি পেনাল্টি বাদ দেওয়া হয়, তবে তফাৎটা চোখে পড়ার মতো।


সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমানে মেসির ক্যারিয়ার গোল সংখ্যা ৮৭৪টি এবং রোনালদোর ৯৩৮টি। তবে পেনাল্টি গোল বাদ দিলে চিত্র একেবারেই বদলে যায়। মেসি ক্যারিয়ারে করেছেন ১১০টি পেনাল্টি গোল, অর্থাৎ বাকি থাকে ৭৬৪ গোল। অন্যদিকে রোনালদো করেছেন ১৭৫টি পেনাল্টি গোল, ফলে পেনাল্টি বাদ দিলে তার গোল দাঁড়ায় ৭৬৩টি—মেসির চেয়ে এক গোল কম!


এই তথ্যই বলে দেয়, গোল সংখ্যার ব্যবধান গড়ে দিয়েছে ‘পেনাল্টি’। ওপেন প্লে কিংবা ফ্রি-ফ্লো ফুটবলে মেসিই এগিয়ে। শুধু তাই নয়, পেনাল্টি মিসের দিকেও রোনালদো এগিয়ে। এখন পর্যন্ত রোনালদো মিস করেছেন ৩৩টি, আর মেসি মিস করেছেন ৩১টি পেনাল্টি। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত রোনালদোর পেনাল্টি গোল ২৯টি, সেখানে মেসির মাত্র ২টি। ভাবা যায় পার্থক্য কত বেশি? 

সব মিলিয়ে বোঝা যায়, রোনালদোর গোল সংখ্যা যতটা বড় দেখায়, ততটাই বড় ভূমিকা রেখেছে পেনাল্টি। যারা মেসিকে ‘পেনাল্টির খেলোয়াড়’ বলেন, তাদের বোঝা উচিত—আসলে এই পেনাল্টির উপরেই ভর করেই দাঁড়িয়ে আছে রোনালদোর অনেক রেকর্ড।
শেষ কথা হলো—পেনাল্টি বাদ দিলে রোনালদো নয়, মেসিই এগিয়ে। আর এই সত্যটা শুনতে যতটা কঠিন হোক, পরিসংখ্যান কিন্তু তার পক্ষে অকাট্য সাক্ষ্য দিচ্ছে।