খেলা

লামিন ইয়ামাল এখন ১০ নাম্বারে, সামনে ফিনালিসিমায় মেসির মুখোমুখি? আলোচনার ঝড় মিডিয়ায়!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫
লামিন ইয়ামাল এখন ১০ নাম্বারে, সামনে ফিনালিসিমায় মেসির মুখোমুখি? আলোচনার ঝড় মিডিয়ায়!
বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির বিখ্যাত ১০ নাম্বার জার্সি এবার নতুন একজন তরুণ প্রতিভার গায়ে। তিনি আর কেউ নন—লা মাসিয়ার উঠতি তারকা লামিন ইয়ামাল। ক্লাবটি নিশ্চিত করেছে, নতুন মৌসুম থেকে ১০ নম্বর জার্সিতে খেলবেন ইয়ামাল। মেসির উত্তরসূরি হিসেবে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। বা পায়ের ফুটবলার, পজিশনে রাইট উইঙ্গার, উঠে এসেছেন লা মাসিয়া একাডেমি থেকে—সব মিলিয়ে অনেকে তাকে "নতুন মেসি" বলতেই শুরু করেছেন। তবে ইয়ামালের নিজের জবাব একেবারেই সরল ও স্পষ্ট—“আমি মেসির মতো হতে চাই না, আমি লামিন ইয়ামাল হতে চাই।” তিনি চান নিজের পথ নিজেই তৈরি করতে।

ফিনালিসিমায় মেসির মুখোমুখি?

আলোচনার মাত্রা আরও তীব্র হয়েছে ফিনালিসিমা ২০২৫ নিয়ে। একদিকে ইউরো জয়ী স্পেন, অন্যদিকে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। দুদলের মুখোমুখি লড়াই মানেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। ইয়ামাল নিজেই এক বছর আগেই বলেছিলেন,
“আমি চাই, আর্জেন্টিনা ও স্পেন উভয়েই শিরোপা জিতুক, যাতে মেসির বিপক্ষে খেলতে পারি ফিনালিসিমায়।”
নিয়তির কি অদ্ভুত মিল—দুটি দলই জিতে নিয়েছে রেকর্ডসংখ্যক শিরোপা।

আর্জেন্টিনা: কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা

স্পেন: ইউরোর রেকর্ড ৪র্থ শিরোপা

ফলে নিশ্চিত হয়েছে ফিনালিসিমা ২০২৫—যেখানে মুখোমুখি হবেন মেসি ও ইয়ামাল।

কখন ও কোথায় হচ্ছে এই ম্যাচ?
এই ম্যাচ নিয়ে প্রথমদিকে ছিল ধোঁয়াশা ও জল্পনা-কল্পনা। ম্যাচটি আদৌ হবে কিনা, তা নিয়েই ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত উয়েফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচ আয়োজন নিশ্চিত করেছে।

স্প্যানিশ দৈনিক Diario Sports জানিয়েছে,
আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬—এই পাঁচ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা।

সম্ভাব্য ভেন্যুগুলো:
ওয়েম্বলি স্টেডিয়াম (ইংল্যান্ড) – আগের আসরের ভেন্যু

সৌদি আরব – ম্যাচটিকে 'বিশ্বমঞ্চের ইভেন্ট' বানানোর আগ্রহ

কাতার – বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়

শেষ পর্যন্ত কোন ভেন্যু নির্বাচিত হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে খুব শিগগিরই জানানো হবে বলে ধারণা করা যাচ্ছে