খেলা

স্বর্নের জার্সি পড়ে খেলবে ক্রিজ গেইল, ডিজে ব্রাভোরা।

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫
স্বর্নের জার্সি পড়ে খেলবে ক্রিজ গেইল, ডিজে ব্রাভোরা।

WCL 2025 (World Championship of Legends) লীগে বিশ্বের সবচেয়ে দামি জার্সি পরে খেলবেন ক্রিস্টোফার হেনরি গেইল, ডিজে ব্রাভোরা।


যা কিনা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি জার্সি।


কি আছে এই জার্সিতে? কেন এই জার্সির মূল্য এত বেশি? চলুন জানি সেটাই।


অবসরপ্রাপ্ত লিজেন্ড ক্রিকেটারদের কত নাম ডাক শুনেছি আমরা। অনেকের খেলা দেখার সুযোগ হয়েছে, আবার অনেকের নামটাই যেন আক্ষেপের। কেননা, অনেকের খেলা দেখার সুযোগ আমাদের হয়নি।


তবে লিজেন্ড লীগ যেন সে সুযোগের পুনরাবৃত্তি করে দেয়। শৈশবের হিরোরা আবার মাঠ মাতায়। এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড লীগে অংশ নেবে ছয়টি দল।
 এখানে কেবল তারাই অংশ নিতে পারে, যারা চ্যাম্পিয়ন হয়েছিলো। ২০২৫-এ অংশ নেবে মোট ৬টি দল।


দলগুলো যথাক্রমে:


  • ভারত চ্যাম্পিয়নস


  • পাকিস্তান চ্যাম্পিয়নস


  • ইংল্যান্ড চ্যাম্পিয়নস


  • অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস


  • দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস


  • ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস




একটা সময় যে দলটা বোর্ড থেকে কোনো সহায়তা না পেয়ে নিজস্ব অর্থায়নে বিশ্ব মঞ্চে খেলেছে এবং দলকে চ্যাম্পিয়ন করেছে—সেই ওয়েস্ট ইন্ডিজ দলের জার্সি হবে ইতিহাসেরই সবচেয়ে দামি জার্সি।


ক্যারিবিয়ানরা বরাবরই খুব সৌখিন, সোনা ব্যবহার, অলংকার ব্যবহার—এগুলো যেন গেইল, ব্রাভোদের নিত্যদিনের কাজ। শখের ছাপ একে দিতে জার্সিতেও এবার ব্যবহার করা হচ্ছে স্বর্ণ।


এই জার্সিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৩০ গ্রাম ১৮ ক্যারেটের স্বর্ণ। দাম বাংলা টাকায় প্রায় ৩ লাখ ৫০ হাজারেরও বেশি।
 এই জার্সিটিতে ৩০ গ্রাম ১৮K স্বর্ণ রয়েছে, ডিজাইন করা হয়েছে দুবাই-ভিত্তিক ‘Lorenze’ ব্র্যান্ড এবং Channel2 Group-এর সহযোগিতায়।
 এটি বিশেষ সংস্করণে পাওয়া যাবে: ১০ গ্রাম, ২০ গ্রাম ও ৩০ গ্রাম স্বর্ণের তিনটি ভ্যারিয়েন্টে।
 জার্সিটি WCL 2025-এ ব্যবহার করবে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে থাকা কিংবদন্তি ক্রিকেটাররা, যেমন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কিয়রন পোলার্ড।


বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি মূল্যটি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, কারণ ৩০ গ্রাম ১৮K স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এই সীমায় থাকে।


যেন শখের তোলা আশি টাকা, আর ক্যারিবিয়ানদের শখ হলে তো কথাই নেই!
 দল চ্যাম্পিয়ন হোক বা না হোক, যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করা, নিজের মতো চলাই পোলার্ড-ব্রাভোদের কাজ।