ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি। সন্তান জন্মের এক মাসের মধ্যেই পাট চুকিয়েছেন ব্রুনা।
এক মডেলের সঙ্গে নেইমারের ফোন চ্যাট ফাঁস হয়েছে। এরপরই সম্পের্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান নেইমারের এই বান্ধবী।
নেইমারের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুনা লিখেছেন, বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। আমি তোমাকে পরিষ্কারভাবে জানাচ্ছি, আর কোনো সম্পর্কের মধ্যে আমি নেই। আমরা মাভির (তাদের মেয়ের নাম) বাবা-মা। এটাই আমাদের সম্পর্কের কারণ। আশা করি তুমি আমাকে আর বিব্রত করবে না।
প্রসঙ্গত, ব্রাজিলের অনলিফ্যানে (প্রাপ্তবয়স্কদের সাইট) মডেল অ্যালাইন ফারিয়াসের সঙ্গে নেইমারের কথোপকথন হয়। যেখানে নেইমার ওই মডেলকে বেশ কিছু অশ্লীল ও আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। এছাড়াও বছরের শুরুর দিকে একটি নাইটক্লাবে দুই নারীর সঙ্গে দেখা গিয়েছিল নেইমারকে। এসব মিলিয়ে ক্রমশ দূরত্ব বৃদ্ধি বাড়ছিল ব্রুনো ও নেইমারের মধ্যে।