খেলা

রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র মনে করেন নেতা সাকিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র মনে করেন নেতা সাকিব
রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র বলে মন্তব্য করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হয়ে বুধবার (২৯ নভেম্বর) এলাকায় যান নেতা সাকিব। এলাকায় গিয়ে মাগুরার জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাকিব আল হাসান বলেন, অনেকবার মাগুরা এসেছি, সংবর্ধনা নিয়েছি। কিন্তু এবারের সফর অন্য রকম। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সফর। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাবো।

সাকিব আরও বলেন, মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর ভাই কত ভালো কাজ করেছেন, তা আপনারা জানেন। এখানে আমি নমিনেশন পেলেও এটা তারই আসন। আমরা দুইজন একসঙ্গে কাজ করবো।