খেলা

চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার স্বস্তির জয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার স্বস্তির জয়
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৬৩ মিনিটে লো সেলসোর কর্নার থেকে হেডে ব্রাজিলের জালে লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি। তার গোলেই জয় নিয়ে মারাকানা স্টেডিয়াম ছাড়ে আলবিসেলেস্তারা।

অথচ আরেকটু হলেই পণ্ড হতে বসেছিল সুপার ক্লাসিকোর এই ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। এর কয়েক মিনিট আগেই গ্যালারিতে শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মাঠ থেকে বেরিয়ে যায়। তবে ব্রাজিল দল মাঠেই ছিল। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর ম্যাচ শুরু হয়।

গ্যালারির সেই উত্তাপ মাঠেও ছড়ায়। ম্যাচ শুরুর ১৫ মিনিট পার হওয়ার আগেই হলুদ কার্ড দেখে বসেন দুই ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনিয়া। প্রথমার্ধে তিনটি হলুদ কার্ড হয়। ম্যাচের প্রথমার্ধে অবশ্য বল দখলে ব্রাজিল আধিপত্য দেখায়। তবে ফল আসেনি কোনো দলের পক্ষে।

আর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৬৩ মিনিটে গোল হজম বসে করে ব্রাজিল। এরপর ৮১ মিনিটের মাথায় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের জোয়েলিনটন। তাতে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ওপর বাড়ে চাপও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।

এদিকে, উরুগুয়ের কাছে আগের ম্যাচে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। আজ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে। আর ব্রাজিল হারল টানা তিন ম্যাচ।