খেলা

বিশ্বকাপের সেরা একাদশ: ভারতীয়দের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
বিশ্বকাপের সেরা একাদশ: ভারতীয়দের আধিপত্য
ভারতকে নিজেদের মাটিতেই হারিয়ে বিশ্ব ক্রিকেটের রাজত্বে আবারও চালকের আসনে অস্ট্রেলিয়া। ক্রিকেট মহাযজ্ঞের ১২ আসরে ছয়-ছয়বার বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরার রেকর্ড তাদের দখলে। আশেপাশেও নেই কেউ।

আর পুরো বিশ্বকাপে দারুণ খেলে ফাইনালে এসে খেই হারিয়ে ফেলে রোহিত-কোহলিরা। তাদের হারে স্তব্ধ পুরো ভারত। এই শোক কাটিয়ে উঠতে লাগবে সময়।

তবে এরই মধ্যে এলো সুখবর। ফাইনালে হারলেও আইসিসির ঘোষণা করা টুর্নামেন্টের সেরা একাদশে ভারতীয় ক্রিকেটারদেরই আধিপত্য। রানার্স আপ দলের ৬ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। আর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুইজন, সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ১ জন এবং শ্রীলঙ্কার একজন এই একাদশে জায়গা পেয়েছেন। ১২তম ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরার্ড কোয়েৎজি।

আইসিসি ঘোষিত ভারত বিশ্বকাপের সেরা একাদশ:

কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ সামি।