বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হেসে-খেলে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮ ওভার বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে সাকিবহীন বাংলাদেশ।
২৬৪ রানের লক্ষ্যে নেমে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অর্ধ শতকে সহজ জয় পায় টাইগাররা। এরমধ্যে ওপেনিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।
লিটন ও তানজিদের ব্যাটে শুরু থেকে দাপট দেখায়। ৩৭ বলে লিটন হাফ সেঞ্চুরি করেন, ৫২ বলে ফিফটি করেন তানজিদ। দুজনের জুটি ছিল ১৩১ রানের। লিটন ৬১ রান করে আউট হন। ৫৬ বলের ইনিংসে ছিল ১০ চার।
এরপর মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে আউট হন তানজিদ। ৮৮ বলে ১০ চার, ২ ছয়ে ৮৪ রানে থামেন তিনি। তারপর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়, মারেন গোল্ডেন ডাক। বাকি পথ পাড়ি দেন মিরাজ ও মুশফিক। দুজনের ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৬৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ৪৩ বলে ২ চার, ১ ছয়ে ৩৫ রানে খেলছিলেন মুশফিক।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলাররা পরীক্ষা দেয় আগে। গৌহাটিতে আগে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। এশিয়া কাপের রানার্সআপরা দুই হাফ সেঞ্চুরিতে ২৬৩ রান করে।
পায়ের ব্যথায় এই ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। অধিনায়কত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনার ও চার পেসারের বোলিং বিভাগের সামনে উল্লেখযোগ্য ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার মেহেদী, ৯ ওভারে ৩৬ রান খরচায় তিন উইকেট নেন। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ উইকেট নিতে পারেননি। তানজিম সাকিব, শরিফুল ইসলাম, নাসুম ও মিরাজ একটি করে উইকেট নেন।