খেলা

আমি বলিনি ৫ ম্যাচ খেলবো: তামিম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
আমি বলিনি ৫ ম্যাচ খেলবো: তামিম
ফেসবুকে ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেছেন, আমি কোথাও বা কাউকে বলিনি ৫ ম্যাচ খেলবো। এটা মিথ্যা। জানি না কীভাবে এটি মিডিয়াতে ছড়ানো হয়েছে। শুধু তিন নির্বাচককে জানিয়েছিলাম আমি পুরোপুরি ফিট না, দল ঘোষণার সময় যেন তারা এটি মাথায় রাখেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, পুরোপুরি ফিট না থাকায় বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলবেন না তামিম ইকবাল। দল ঘোষণার আগে গণমাধ্যমে এমন কথা ভেসে বেড়ায়। তবে এই কথা মিথ্যে বলেই জানালেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম।

এদিকে, বুধবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন দেশসেরা এ ওপেনার। যেখানে তামিম লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। আর সেই ভিডিও বার্তায়ই তিনি এসব কথাসহ নানা বিস্ফোরক অভিযোগ এনেছেন।

ভিডিও বার্তায় তামিম বলেন, একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই, আমি কোনো সময় কোনো মুহূর্তে এবং কাউকেও কোনো সময় আমি বলি নাই, আমি ৫টা ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয় নাই। আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও এই কথাটা পরিষ্কার করছেন। আমি জানি না, এই কথাটা মিডিয়াকে কীভাবে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা।

তামিম আরও বলেন, যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।