খেলা

কোন আর্জেন্টেনাইন তারকাকে নেওয়ার জন্য ফিরমিনোর মত তারকাকে ছেড়ে দিল লিভারপুল?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
কোন আর্জেন্টেনাইন তারকাকে নেওয়ার জন্য ফিরমিনোর মত তারকাকে ছেড়ে দিল লিভারপুল?

শেষ হওয়ার পথে প্রিমিয়ার লীগ। নিজেদের ঘরের মাঠে, লীগের শেষ ম্যাচে খেলে ফেলেছে  লিভারপুল।  শীর্ষ চারে ঠিকে থাকার লড়াইয়ে, তাদের দরকার ছিল জয়। 

অথচ সেই ম্যাচেই তারা হারতে বসেছিল। তবে শেষ পর্যন্ত ত্রান কর্তার ভুমিকায় অবতীর্ন হয়েছেন ফিরমিনো। শেষ মিনিটে গোল করে দলকে উদ্ধার করেছেন।

তবে ম্যাচ ১-১ গোলে ড্র হলেও, তাতে খুব বেশি আফসোস করতে দেখা যায়নি, অল রেড ভক্তদের। কারন সব কিছু ছাপিয়ে, এদিন হাইলাইটস হয়েছে ফিরমিনোর বিদায়। 

এটাই ছিল লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে তার শেষ ম্যাচ। দলটির সোনালী সময়ের অন্যতম মহা তারকা বলা হয়, ব্রাজিলিয়ান এই সুপার স্টারকে। 

সাদিও মানে এবং মো সালাহ’র সাথে জুটি বেধে, তিনি লিভারপুলকে সব কিছু জিতিয়েছেন। এমনকি তাদের নেতৃত্বে, লিভারপুল প্রিমিয়ার লীগ জিতেছে ত্রিশ বছর পর।

একই সাথে জিতেছে চ্যম্পিয়নস লীগও। তাই লিভারপুলের ভক্তদের মনে বিশেষ জায়গা ছিল এই তিন তারকার। এদের মধ্যে সাদিও মানে দল ছেড়েছেন গত বছর।

আর এবারে ছাড়লেন ফিরমিনো। তবে মিশরীয় তারকা মো সালাহ থাকবেন, আরো কয়েক বছর। এস্টন ভিলার বিপক্ষে, ম্যাচে ফিরমিনোর গোল তার বিদায়কে দিয়েছে ভিন্ন মাত্রা।

এই সময় তার দীর্ঘদিনের সতীর্থ, “ভারজিল ফন ডাইক” চির চেনা ফিরমিনো স্টাইলে, তার সাথে সেলিব্রেশন করেন। যা অনেকদিন মনে থাকবে অল রেড ভক্তদের। 

ম্যাচ শেষে ফিরমিনোর বিদায়কে ঘিরে তৈরি হয় আবেগী মুহুর্ত। সেখানে ক্লাবের পক্ষ থেকে বিদায় জানানো হয় জেমস মিলনার, নাভিগেইতে এবং ফিরমিনোকে।

এসময় তাদের দাঁড়িয়ে অভিবাদন জানান, পুরো অ্যানফিল্ড স্টেডিয়াম। ফিরমিনোর সাথে অবশ্য, লিভারপুলের সম্পর্ক বেশ পুরনো ।এই দলে তিনি এসেছে ২০১৫ তে। 

এই দীর্ঘ আট বছরে তার গোল সংখ্যা প্রায় ১১০ এবং এসিস্টও আছে ৭২ টি। 

এদিকে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোকে বিদায় দিলেও, তার শুন্যস্থানে এখনো কেউ আসেনি।

লিভারপুল এই পজিশনে দলে নিতে চায় ম্যাক অ্যালিস্টারকে। আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা বর্তমানে খেলছেন, প্রিমিয়ার লীগের আরেক ক্লাব ব্রাইটনের হয়ে। 

আর্জেন্টিনার বেশ কিছু গনমাধ্যম অবশ্য, ইতিমধ্যেই ম্যাক অ্যালিস্টারের ম্যনেজারের বরাত দিয়েছে নিশ্চিত করেছে, তার পরের গন্তব্য অল রেডদের দুর্গ অ্যানফিল্ড। 

এই সাইনিং যদি নিশ্চিত হয়, তাহলে তা হবে লিভারপুলের জন্য সপ্নের। কারন তাদের কোচ যেভাবে দলটিকে খেলাতে চান, তার জন্য সবচেয়ে পারফেক্ট মিডফিল্ডার ম্যাক এলিস্টার। 

এই তারকা কাতার বিশ্বকাপের আগেও খুব বেশি পরিচিত ছিলেন না। তবে তিনি যখন বোকা জুনিয়র্সের হয়ে খেলতেন, তখন তাকে ভাবা হতো নতুন যুগের মেসি হিসেবে। 

তবে তখন রিয়াল বা বার্সার মত ক্লাবের অফার ফিরিয়ে দিয়ে তিনি যোগ দেন ব্রাইটনে। আর ব্রাইটনকে নিয়ে তিনি কি করেছেন, তা তো প্রায় সকলেরই জানা।

তার জন্য অবশ্য সব দরজা খুলে দিয়েছে গেল বিশ্বকাপ। সেখানে তিনি আর্জেন্টিনা দলের নিয়মিত একাদশের মুখ ছিলেন না। স্কলোনি তাকে ব্যবহার করেছেন বদলি হিসেবে। 

আর তাতেই তিনি নিজেকে প্রমান করেছেন। পুরো বিশ্বকাপ জুড়ে খেলেছেন অসাধারন। এমনকি ফাইনালে ডি মারিয়ার গোলেও ছিল, তার সবচেয়ে বেশি অবদান।

তিনি মুলত দৌড়ে খেলতে পছন্দ করেন। যেমন এটাক তৈরি করতে পারেন, তেমন ডিফেন্সও করতে পারেন। আধুনিক যুগে কোচেরা এমন খেলোয়াড়ই চান।

তাই ধরেই নেওয়া যায়, নিজের ফর্ম ধরে রাখতে পারলে ম্যাক এলিস্টার হতে যাচ্ছেন,লিভারপুল কোচ “জার্গেন ক্লপের” ভবিষ্যত প্রজেক্টের, সবচেয়ে বড় অস্ত্র।