খেলা

বহুল আলোচিত নিষেধাজ্ঞা কাটিয়ে,পিএসজিতে মেসির ফেরার দিনের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৩ মে, ২০২৩
বহুল আলোচিত নিষেধাজ্ঞা কাটিয়ে,পিএসজিতে মেসির ফেরার দিনের ম্যাচ
লীগ ওয়ানে জমে উঠেছে লিগ টাইটেল জিতার লড়াই।
 শীর্ষে থাকা পিএসজির প্রতিনিয়ত বাজে পারফর্মেন্সে, শিরোপা জেতার স্বপ্ন দেখছে পয়েন্ট টেবিলের ২য় তে থাকা দল লেন্স।  হারলেই বিপদ প্যারিসিয়ানদের। 

বিপক্ষ দল “আজাকসি” সাধারন দল হলেও, মেসিদের অবস্থা খুব একটা ভালো নেই বর্তমানে। নিষেধাজ্ঞা কাটিয়ে, আজই ম্যাচে ফেরার কতটুকু সম্ভাবনা মেসির?

রাতেই মাঠে নামছে পিএসজি। ধুকতে থাকা এই ক্লাবটির কোনমতে  জয় পাওয়াটাই যেন স্বস্তির ব্যাপার। লীগ টাইটেল জিততে হলে পয়েন্ট হারানোর উপায় নাই দলটির। 

২য় তে থাকা লেন্স থেকে মাত্র ৩ পয়েন্ট এগিয়ে মেসিরা। হারলেই শিরোপার রেস থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা। 

যদিও পিএসজির বিপক্ষে খেলা আজাকসিও কিছুটা সাদামাটা দলই। কিন্তু প্যারিসিয়ানদের জয় নিয়ে মাঠ ছাড়াটাই এখন কষ্টসাধ্য ব্যাপার। 

বিশ্বকাপের পর থেকেই টালমাটাল অবস্থা বিশ্বের অন্যতম ধনি এই ক্লাবটির। দলের সমৃদ্ধির জণ্য কোটি কোটি টাকা ঢেলেও সুফল পাচ্ছেনা পিএসজি। সময়ের তিন মহারথিকে নিয়ে লেজে গোবরে অবস্থা দলটির। 

অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসজি। 
এই সময়ে প্যারিসিয়ানদের  দুটি ম্যাচ মিস করার কথা ছিল তাঁর। শাস্তি অনুযায়ি, ২১ মে মাঠে ফেরার কথা ছিল মেসির।

তবে ক্লাবের কাছে ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। লিগ ওয়ানে আজাকসিওর বিপক্ষেই মাঠে নামবেন মেসি। নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

পিএসজিতে ভালো নেই নেইমারও। কিছুদিন আগে পিএসজির  সমর্থকরাই নেইমারের বাসার সামনে গিয়ে তাঁর ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছিল। 
এই সিজন শেষে ক্লাব ছাড়বেন এইটা প্রায় নিশ্চিত বলায় যায়। এমনকি ইংলিশ প্রিমিয়ার লীগে যাওয়ার সম্ভাবনা প্রবল। 

চলতি সিজন শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন নেইমি। ইউরোপীয় গনমাধ্যমে এই নিয়ে চলছে  তুমুল আলোচনা । 

এরই মাঝে জনপ্রিয় ফ্রেঞ্চ গনমাধ্যম 'ফুট মারকেতো' জানিয়েছে, নেইমারকে দলে ভেড়াতে এখনই আলোচনা শুরু করে দিয়েছে রেড ডেভিলসরা। 
তার ইঞ্জুরি আপডেটের খোজখবর রাখছে তারা। 
এদিকে এম্বাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন, আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে ইদানীং।