আয়ারল্যান্ডের ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ ম্যাচে ব্যাট হাতে ভালো শুরুর পর ফিরেছেন সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২.৩ ওভারে ৫৮ রান।
ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামে তামিম ইকবাল ও লিটন দাস।
জশ লিটলের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। তার করা ইনসুইঙ্গার বোঝার আগেই সাজঘরে ফেরেন এ ব্যাটার।
এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন তামিম। তবে ভালো শুরু করেও সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। মার্ক আদাইরের বলে আইরিশ উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করেন এ বাঁহাতি ব্যাটার।
বাইশ গজে এসেই ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান। তবে আশা জাগিয়েও হিউমের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে চার বাউন্ডারিতে ২১ রান করেন এ বাঁহাতি ব্যাটার।
এখন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছেন শান্ত।