খেলা

আফ্রিকান অভিশাপেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছেন না গার্দিওলা!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৯ মে, ২০২৩
আফ্রিকান অভিশাপেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছেন না গার্দিওলা!
শেষবার ২০১১ সালে মেসি, জাভি আর ইনিয়েস্তাদের নিয়ে গড়া বার্সেলোনার সাথে জিতেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। 
এরপর পেরিয়ে গিয়েছে আরও ১২ বছর। তবে ইউরোপীয় এই প্রেস্টিজিয়াস শিরোপায় আর হাত পড়েনি তার। 

দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার জন্য বরাবরই শিরোনাম হয়েছেন পেপ গার্দিওলা। তার এমন পরীক্ষার কারণে অনেকের ক্যারিয়ারে যেমন গতি এসেছে, তেমনি অনেকেরই কাছে সমালোচিত। ম্যানচেস্টারে গার্দিওলার তেমন এক পরীক্ষার বলি হয়েছিলেন, আইভরি কোস্টের তারকা ফুটবলার ইয়া ইয়া তোরে। দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের সাথে ক্রমেই সম্পর্ক খারাপ হচ্ছিলো কোচের। ফলাফল হিসেবে ইয়া ইয়া তোরেকে বসিয়েও রেখেছিলেন গার্দিওলা।

আর এতেই চটে গিয়েছিলো আফ্রিকান বহু তান্ত্রিক। ২০১৮ সালেই নাকি গার্দিওলার উপর যাদু করা হয়েছে। যার সুবাদে সিটিজেন্সদের কোচ হিসেবে বারবার ব্যর্থ হয়েছেন এই কোচ। 

২০২৩ সালের সেমিফাইনালের ঠিক আগে, ইয়া ইয়া তোরের এজেন্ট দিমিত্রি সেলুকের দেয়া এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মিরর।

২০১৮ সালে ইয়া ইয়া তোরে শেষ করেছিলেন তার ম্যানচেস্টার অধ্যায়। এরপরেই রাশিয়ান গণমাধ্যমে তার এজেন্ট দিমিত্রি সেলুক। সেলুক জানান, আগামী ৫ বছর যেন গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না পান- সেই ব্যবস্থা করেছেন আফ্রিকান জাদুকররা। 

সাম্প্রতিক সাক্ষাৎকারে অবশ্য সেলুক শুনিয়েছেন আশার বাণী। গার্দিওলার উপর করা সেই জাদু নাকি এবার সরিয়ে নেয়া হয়েছে। আর এবছরেই শিরোপা পেতে পারেন স্প্যানিশ এই কোচ। 

ব্রিটিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সেই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে সেলুক বলেন, ‘ওই ঘটনাটার জন্য ক্ষমা চাইছি। আমার মনে হয় সেই তিক্ততার অবসান ঘটানোর এটাই সময়। ইয়া ইয়াও একই রকম মনে করে, সিটির সাফল্য ছাড়া সে আর কিছুই প্রত্যাশা করে না। 

এরপরেই সিটিজেন্স সমর্থকদের আশার বাণী শোনান তিনি। তান্ত্রিকেরা অভিশাপ তুলে নিয়েছে উল্লেখ করে তিনি জানান, গার্দিওলার অধীনেই চ্যাম্পিয়নস লিগ জিতব সিটি। এ বছরই তাদের জেতার সম্ভাবনা বেশি। এবার আগামী তিন বছরের মধ্যে সিটিজেন্সরা চ্যাম্পিয়নস লিগ অবশ্যই জিতবে। এমনই প্রত্যাশা তার। 

অবশ্য এসব আফ্রিকান অভিশাপের কথা উড়িয়ে দিয়েছেন স্বয়ং ইয়া ইয়া তোরে। গার্দিওলার সাবেক এই শিষ্য এক টুইট বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন।
 পোস্টে তোরে বলেন, দয়া করে আমাকে আফ্রিকান অভিশাপের মতো এমন আজেবাজে কথার সঙ্গে জড়াবেন না। মিডিয়াকে এখান থেকে সরে আসার অনুরোধ করছি।