সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার এবং পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
জয় বলেন, "আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা সেখান থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি, আর আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে অবস্থান করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই।"
তিনি আরও বলেন, "যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। ১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানোর অভিযোগ সম্পূর্ণ অবাস্তব। এসব অভিযোগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।"
জয় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "আমি দুদককে আহ্বান জানাচ্ছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। এসব অভিযোগ শুধুই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।"
তিনি অভিযোগ করেন, "অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য এই ভিত্তিহীন অভিযোগগুলো সামনে আনছে।"
জয়ের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ এর সমালোচনা করেছেন। তবে, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পরিস্থিতি বিবেচনায় এখনো দুদক কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষ এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে, বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমশ বাড়ছে।