রাজধানীর ঢাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বা জটিকা মিছিল যাতে সংঘটিত না হতে পারে, সেই লক্ষ্য নিয়ে মিরপুরের পূরবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লবী থানা যুবদল।
ঢাকা-১৬ আসনের জননেতা জনাব আমিনুল হক-এর নির্দেশে এ কর্মসূচি পালিত হয়। হাজ্বী মোঃ আরমান সোহেল এর নেতৃত্ব পূরবীতে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লবী থানা যুবদল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবুল বাশার টিটু যুগ্ম সাধারণ সম্পাদক, পল্লবী থানা যুবদল , আরো স্থানীয় নেতাকর্মীরা।
হাজ্বী মোঃ আরমান সোহেল বলেন, “১৫ আগস্ট কে ঘিরে কোন ধরনের আওয়ামী সন্তাসীদের অরাজগতা সৃষ্টি করতে দিবো না। এ দিন কোন উসকানিমূলক কর্মকাণ্ড হতে দেব না। আমাদের লক্ষ্য হলো শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।”
পল্লবী থানা যুবদলের, যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল বাশার টিটু বলেন , “আমরা মাঠে আছি ঢাকা-১৬ আসনের জননেতা জনাব আমিনুল হক-এর নির্দেশে এবং হাজ্বী মোঃ আরমান সোহেল এর নেতৃত্ব জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে আমরা সতর্ক অবস্থানে থাকব ।
আর ১৬ আসনে কোন আওয়ামী দোসরদের স্থান কোন দিন দেইনি আজও হবেনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির সময় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল নিশ্চিত,
যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে।