বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভারতের প্রতি কটাক্ষ করে বলেছেন, শেখ হাসিনার প্রতি যদি ভারতের এত মায়া হয়, তবে তাদের উচিত তার জন্য একটি দ্বিতীয় তাজমহল তৈরি করা। রোববার লালমনিরহাটের বড়বাড়ী শহিদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, ভারতের ইলেকট্রনিক মিডিয়া প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, "যদি তারা বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে সম্মান করত, তাহলে এ ধরনের অপপ্রচার চালাত না।"
খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে তুলনা টেনে রিজভী বলেন, "খালেদা জিয়া জেল-জুলুম সহ্য করে দেশের মধ্যেই রয়ে গেছেন, আর শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। এটাই তাদের মধ্যে পার্থক্য।"
রিজভী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সতর্ক করে বলেন, "আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল। সব রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিয়েছে। তবে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।"
তিনি আরও বলেন, "গুম ও হত্যার শিকার হয়েছেন বিএনপির বহু নেতাকর্মী। যদি কোনো পার্শ্ববর্তী দেশ এই পরিস্থিতি কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চক্রান্ত করে, তবে ১৮ কোটি মানুষ তা মেনে নেবে না।"
অনুষ্ঠানে বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন, যেখানে সরকারের সমালোচনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়।