রাজনীতি

এক মাঘে শীত যায় না’: মব জাস্টিসের বিচার হবে বলে হুঁশিয়ারি শাজাহান খানের

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ২৩ জুন, ২০২৫
এক মাঘে শীত যায় না’: মব জাস্টিসের বিচার হবে বলে হুঁশিয়ারি শাজাহান খানের
আওয়ামী লীগের নেতাকর্মীদের মব গঠন করে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে— এমন অভিযোগ এনে এর বিচার হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
সোমবার আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে। ১৬২ জন নেতা-কর্মী খুন হয়েছেন। এক মাঘে শীত যায় না, এর বিচারও হবে।’
তিনি বলেন, “মব জাস্টিসের নামে যারা মানুষ হত্যা করছে, তারা যেন না ভাবে এই বিচার হবে না।”এ সময় সাংবাদিকদের প্রশ্নে শাজাহান খান হাসিমুখে বলেন, “এক হাতে তালি বাজে না। আপনারাই তো দেখছেন দেশের অবস্থা।”
সোমবার সকাল ১০টায় ঢাকার আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে। আদালতে তাদের হাতে হ্যান্ডকাফ, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল।
রিমান্ড শুনানিতে শাজাহান খান বলেন,“পিপি সাহেব বিএনপির বড় নেতা। বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?”
পিপি ওমর ফারুক ফারুকী বলেন,“তারা নীতিনির্ধারক হিসেবে গণভবনে বৈঠক করেছেন। মিডিয়ায় বলেছেন আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না। এসবই তদন্তের অংশ।”