রাজনীতি

সকাল ১১টায় জাতীয় পার্টির জরুরি সংবাদ সম্মেলন

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
সকাল ১১টায় জাতীয় পার্টির জরুরি সংবাদ সম্মেলন
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ শুক্রবার সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। এই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর এই সহিংসতার সূত্রপাত ঘটে।
তিতুমীর কলেজের শিক্ষার্থী নেওয়াজ খান বাপ্পী গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে তারা জাপার কার্যালয়ের সামনে আসার পরেই আক্রমণের মুখে পড়েন, যার ফলে কয়েকজন নেতাকর্মী আহত হন। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ জানান, সন্ধ্যা ৬টায় শুরু হওয়া মিছিলটি বিজয়নগর এলাকায় শেষ হওয়ার কথা থাকলেও, জাপার কার্যালয়ের সামনে গেলে তাদের ওপর আক্রমণ হয় এবং প্রায় ২০ জন আহত হন।
অন্যদিকে ছাত্রদের দাবি, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা আগেই জাপার দপ্তরে অবস্থান নিয়েছিলেন এবং মিছিলটি আসামাত্র তাদের ওপর ইটপাটকেল ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। হামলার এক পর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা প্রতিরোধ করে এবং ইটপাটকেল ছুঁড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ছাত্রদের বাধার কারণে তারা ফিরে যেতে বাধ্য হয় এবং পুলিশি সহায়তায় আগুন নেভানো হয়।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, "এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। দলীয় মিটিংয়ের পর আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানাব।"