রাজনীতি

নারায়ণগঞ্জে শামীম-সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ৫ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জে শামীম-সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর বড় ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা।
শহরের জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে এবং উত্তর চাষাঢ়া এলাকায় সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁর বাড়ি থেকে আসবাবসহ সবকিছু লুটপাট করা হয়েছে। ওই বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়।