রাজনীতি

বিএনপির সমাবেশের বিষয়ে কি বলছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
বিএনপির সমাবেশের বিষয়ে কি বলছে ডিএমপি
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদউদ্দিন জানিয়েছেন, বিএনপি শুক্রবার নয়াপল্টনে এবং শনিবার দলটির অঙ্গ সংগঠন যুবদল সমাবেশ করতে চেয়েছেন।

এ নিয়ে দলটির প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে তাদের। পুলিশ সব ধরনের গণতান্ত্রিক ও সামাজিক অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক বলে জানান তিনি ।

বৃহস্পতিবার (৯ই মে) ডিএমপি কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে  বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব জানান।

খন্দকার মহিদ উদ্দিন আরো বলেন, পুলিশ সব ধরনের গণতান্ত্রিক, সামাজিক অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক ধারণা রাখেন। আর সহায়তা ও নিরাপত্তা দিয়ে থাকে। তবে পুলিশ কিছু শর্ত দিয়ে থাকে, নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করেই। পুলিশের প্রত্যাশা , নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। 

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার (১০ মে) বিকেলে নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।