রাজনীতি

কোনো দলকে ভাগ করা আ. লীগের নীতি নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
কোনো দলকে ভাগ করা আ. লীগের নীতি নয়: কাদের
কোনো রাজনৈতিক দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। বিএনপির ভুল নীতির জন্যই দলটির মাঝে বিভেদ তৈরি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তৃণমূল বিএনপির অনেক প্রার্থীই বিএনপির কর্মী। বিএনপির নেতৃত্বের প্রতি হতাশ হয়েই তারা নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপির একদফা গভীর গর্তে পরে গেছে। বিএনপির কর্মীরা এখন হতাশ, তারা দলের নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

আগুন সন্ত্রাসের মাঝেও মানুষ নির্বাচনবিমুখ হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, দেশের কোথাও নির্বাচন সংক্রান্ত কোনো সংঘর্ষ হলে তা নির্বাচন কমিশন (ইসি) দেখবে। এ বিষয়ে ইসি যে সিদ্ধান্ত নেবে, সেটির প্রতি পূর্ণ সমর্থন থাকবে আওয়ামী লীগের।

প্রসঙ্গত, বিএনপির একাধিক নেতা তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। আর তারা নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ভাগিয়ে নিয়ে দলটিতে ভিড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর। এসব ঘটনার পেছনে আওয়ামী লীগকে দায়ী করা হয়।